১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৭

মোবাইলে প্রশ্ন দেখানোর অভিযোগে কলেজছাত্রী আটক

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহী শহরে মোবাইলফোনে ‘এসএসসি পরীক্ষার প্রশ্ন’ দেখানোর সময়ে এক কলেজছাত্রীকে ধরে পুলিশে দিয়েছে । স্থানীয়রা শনিবার বোয়ালিয়া থানার ওসি আমান উল্লাহ গণমাধ্যমকে এ কথা জানান। এবারের এসএসসিতে শনিবার সারাদেশে অভিন্ন প্রশ্নে গণিত বিষয়ের পরীক্ষা অনুষ্টিত হচ্ছে। আটক রাবেয়া ইসলাম রিয়া নগরীর শাহ মখদুম এলাকার আমিনুল ইসলামের মেয়ে। রাজশাহী সিটি কলেজে স্নাতক (গণিত) প্রথম বর্ষের ছাত্রী।
ওসি আমান বলেন, “সকালে পরীক্ষা শুরুর আগে শহরের পিএন বালিকা বিদ্যালয়ের সামনে এক নারী পরীক্ষার্থী ও অভিভাবকদের এসএসসি পরীক্ষার প্রশ্ন দেখাছিলেন তার মোবাইলফোনে। এ সময় কয়েকজন অভিভাবক তাকে ধরে পুলিশে দেয়।” তিনি আরও বলেন, আটক কলেজছাত্রীকে জিজ্ঞাসাবাদ চলছে, পরে বিস্তারিত জানানো হবে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :ফেব্রুয়ারি ১০, ২০১৮ ১:০০ অপরাহ্ণ