১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২৫

হ্যাটট্রিক জয়ের জন্য মাঠে নামবে অজিরা

স্পোর্টস ডেস্ক:

হ্যাটট্রিক জয়ের জন্য ইংল্যান্ডের বিপক্ষে আজ মাঠে নামবে অস্ট্রেলিয়া। মেলবোর্নে আজ দুপুর ১.৩০ টায় ট্রান্স-তাসমান ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। এই সিরিজে নিজেদের প্রথম দুই ম্যাচেই জয় পেয়েছে অস্ট্রেলিয়া। মেলবোর্নের এই গ্রাউন্ডে ইংল্যান্ডের বিপক্ষে আগের দুটি টি-টোয়েন্টি ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া। ২০১১ সালে ৪ রানে, আর ২০১৪ সালে ৮ উইকেটের বড় ব্যবধানে। তাই আজ জিতলে ইংলিশদের বিপক্ষে এই মাঠে টানা তিন সিরিজ জেতার হ্যাটট্রিক করবে অজিরা।

ট্রান্স-তাসমান ত্রিদেশীয় সিরিজে অস্ট্রেলিয়া নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়েছিলো।এরপর দ্বিতীয় ম্যাচে গ্লেন ম্যাক্সওয়েলের সেঞ্চুরিতে ৫ উইকেটে ইংল্যান্ডকে উড়িয়ে দেয়। আজ মেলবোর্নে ইংল্যান্ডকে হারালেই এই সিরিজের ফাইনাল নিশ্চিত হবে অস্ট্রেলিয়ার।

এই সিরিজে দুর্দান্ত ফর্মে আছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। প্রথম ম্যাচে অপরাজিত ৪০ রান নেবার পাশাপাশি দ্বিতীয় ম্যাচে নিয়েছেন অপরাজিত ১০৩। আর বল হাতে নিয়েছেন ১০ রানে ৩ উইকেট। আর তিন রান নিলেই টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক হবেন ম্যাক্সওয়েল। এই সিরিজের ফাইনাল ম্যাচ গড়াবে আগামী ২১ ফেব্রুয়ারি ইডেন গার্ডেনে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ১০, ২০১৮ ১২:২৫ অপরাহ্ণ