১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৪০

হাসপাতালে ভর্তি অমিতাভ

বিনোদন ডেস্ক:

কাঁধ ও শিরদাঁড়ায় যন্ত্রণা হওয়ায় শুক্রবার লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় অমিতাভ বচ্চনকে। তবে তেমন গুরুতর নয়, কাঁধে ব্যথা হওয়ায় নেহাতই রুটিন চেকআপের জন্যই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সন্ধ্যা ৬.৩০ নাগাদ হাসপাতালে আনা হয় বিগ-বি অমিতাভকে। এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে ভারতের জিনিউজ পত্রিকা।

তবে আপাতত তিনি কেমন আছেন সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। বৃহস্পতিবার সারা রাত ‘থাগস অফ হিন্দুস্থান’-এর শুটিং করে শুক্রবার সকালেই বাড়ি ফিরেছিলেন তিনি। সেকথা নিজেই টুইটারে পোস্ট করে জানিয়েও ছিলেন ভক্তদের।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ১০, ২০১৮ ১২:১২ অপরাহ্ণ