২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২৯

বিএনপির প্রতিবাদ সমাবেশ আজ

নিজস্ব প্রতিবেদক:

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পাঁচ বছর সাজা ঘোষণার প্রতিবাদে আজ সারাদেশে প্রতিবাদ সমাবেশ করবে দলটি। কেন্দ্র ঘোষিত দুই দিনের কর্মসূচির অংশ হিসেবে আজ প্রতিবাদ সমাবেশ করবে বিএনপি। দলীয় প্রধানের সাজা ঘোষণার প্রতিবাদে গতকাল জুমার নামাজের পর জেলা, মহানগর ও উপজেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করে দলটি।

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় গত বৃহস্পতিবার খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড দেয় আদালত। এছাড়া রায়ে মামলার অন্য পাঁচ আসামির ১০ বছর করে কারাদণ্ড ও দুই কোটি ১০ লাখ টাকা জরিমানা করা হয়। রায় ঘোষণার পর খালেদা জিয়াকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কারাগারে নিয়ে যাওয়া হয়। এর প্রতিবাদে সেদিনই নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল নয়াপল্টনে বিক্ষোভ করার সময় পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ হয় বিএনপির বিক্ষোভ। এ সময় আটক করা হয় বেশ কয়েকজনকে। এছাড়া সারাদেশেও বিক্ষোভ করেছে বিএনপি। এর মধ্যে বেশ কয়েক জেলায় পুলিশের ধাওয়ায় পণ্ড হয়ে গেছে বিএনপির বিক্ষোভ। এ সময় আটক হয়েছে বিএনপির অনেক নেতাকর্মীকে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ১০, ২০১৮ ১১:২৪ পূর্বাহ্ণ