১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২৭

জয়ের জন্য টাইগারদের দরকার ৩৩৯ রান

স্পোর্টস ডেস্ক:

সিরিজ নির্ধারণী দ্বিতীয় ও শেষ টেস্টে জয়ের জন্য টাইগারদের ৩৩৯ রানের টার্গেট দিয়েছে শ্রীলঙ্কা। এর আগে, প্রথম ইনিংসে ২২২ রানের পর দ্বিতীয় ইনিংসে অলআউট হওয়ার আগে সফরকারীরা সংগ্রহ করে ২২৬ রান।

এদিন, দ্বিতীয় ইনিংসে টাইগারদের সবচেয়ে যিনি ভুগিয়েছেন সেই রোশন সিলভা ৭০ রানে অপরাজিত ছিলেন। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট পেয়েছেন তাইজুল ইসলাম। এছাড়া মুস্তাফিজ ৩টি, মেহেদি হাসান মিরাজ ২টি এবং আব্দুর রাজ্জাক পেয়েছেন একটি উইকেট।

এর আগে, প্রথম ইনিংসে মিরাজের ৩৮ রানের ওপর ভর করে বাংলাদেশ সংগ্রহ করে ১১০ রান। ফলে প্রথম ইনিংসে সফরকারীরা লিড পায় ১১২ রানের।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ১০, ২০১৮ ১০:৪৭ পূর্বাহ্ণ