২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:৩৪

নাসিরের জোড়া আঘাত

স্পোর্টস ডেস্ক:

শতরানের জুটিতে বাংলাদেশকে ভোগাচ্ছিলেন নেইল ব্রুম ও  টম ল্যাথাম । অবশেষে ব্রুমকে ফিরিয়ে বাংলাদেশ শিবিরে স্বস্তি ফেরান নাসির হোসেন। অফ স্পিনারের বলে সুইপ করতে গিয়ে স্কয়ার লেগে মাশরাফির তালুবন্দি হয়েছেন ব্রুম (৬৩)। তার বিদায়ে ভাঙে ১৩৩ রানের বড় জুটি। নিউজিল্যান্ডের স্কোর তখন ২ উইকেটে ১৫৬।

নিজের আগের ওভারের প্রথম বলে নেইল ব্রুমকে ফিরিয়ে ১৩৩ রানের জুটি ভেঙেছিলেন নাসির হোসেন। পরের ওভারে এসে বাংলাদেশের গলার কাঁটা হয়ে দাঁড়ানো টম ল্যাথামকেও ফেরান অফ স্পিন অলরাউন্ডার। অবশ্য শূন্য রানে এই ল্যাথামেরই সহজ ক্যাচ ছেড়েছিলেন নাসির। তাকে ফিরিয়ে তাই ভুলের প্রায়শ্চিত্ত করলেন তিনি। বল ল্যাথামের প্যাডে লেগে বেল ফেলে দেয়। ৯২ বলে ১১ চারে ল্যাথাম করেন ৮৪। নিউজিল্যান্ডের স্কোর তখন ৩ উইকেটে ১৬৭।

৭ মাস পর বাংলাদেশের ওয়ানডে একাদশে জায়গা পেলেন নাসির। আগের ম্যাচে অভিষিক্ত বাঁহাতি স্পিনার সানজামুল ইসলামের জায়গায় আজ দলে ফিরেছেন নাসির হোসেন।ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে খেলছেন এই অলরাউন্ডার।

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :মে ২৪, ২০১৭ ৬:০৪ অপরাহ্ণ