১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৫২

বিকেএসপি ৩ পদে কোচ নিচ্ছে

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের আওতাধীন ‘তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ করে নিবিড় প্রশিক্ষণ প্রদান এবং বিকেএসপির ক্রীড়া সুবিধাবলির আধুনিকায়ন’ প্রকল্পে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। তিনটি পদে মোট তিনজনকে নিয়োগ দেওয়া হবে। তবে পদগুলোতে শুধু পুরুষরাই আবেদন করতে পারবেন।

পদের নাম
কোচ ক্রিকেট, কোচ ফুটবল, কোচ বক্সিং

যোগ্যতা
স্নাতক পাস এবং কোচিংয়ে ডিপ্লোমা থাকতে হবে। তবে পাঁচ বছরের কোচিং অভিজ্ঞতা থাকতে হবে। বয়স অনূর্ধ্ব-৪০ বছর। উক্ত পদগুলোতে একজন করে নিয়োগ দেওয়া হবে।

বেতন
উক্ত পদগুলোতে প্রতি মাসে বেতন দেওয়া হবে ৩৫ হাজার টাকা।

আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা বিকেএসপির ওয়েবসাইট (bksp.gov.bd) থেকে আবেদন ফরম ডাউনলোড করে বাংলায় তা পূরণ করে মহাপরিচালক, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি), জিরানী, সাভার, ঢাকা—এই ঠিকানায় পাঠাতে হবে।

আবেদনের সময়সীমা
আগ্রহী প্রার্থীরা ২২ ফেব্রুয়ারি ২০১৮ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :ফেব্রুয়ারি ৯, ২০১৮ ৮:৪০ অপরাহ্ণ