২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৭:২৭

৩০০ রান চেজ করা সম্ভব: মিরাজ

স্পোর্টস ডেস্ক:
ঢাকা টেস্টের দ্বিতীয় দিনশেষে বাংলাদেশ অনেকটা ব্যাকফুটে থাকলেও আগামীকাল সকালে দ্রুতই শ্রীলঙ্কার দুই উইকেট শিকার করে ম্যাচে ফেরা সম্ভব বলে আত্মবিশ্বাসী মেহেদি হাসান মিরাজ।
দ্বিতীয় দিনের খেলা শেষে আজ সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, শ্রীলঙ্কায় ২০০ প্লাস রান চেজ করে আমরা একটা ম্যাচ জিতেছি। এবার দেশের মাটিতে ৩০০ প্লাস রান ব্যাটসম্যানরা একটু দ্বায়িত্ব নিয়ে খেললেই জেতা সম্ভব। প্রথম ইনিংসে মাত্র তিন রানে শেষ পাচ উইকেটের পতন নিয়ে মিরাজ বলেন, প্রথম ইনিংসে যা হয়েছে তা ভুলে গিয়ে টপঅর্ডারের সবাই রান করতে পারলে টার্গেট যাই হোক তা চেজ করা যাবে। দ্বিতীয় দিনে উইকেটে তেমন বেশি পরিবর্তন হয়নি, তবে বাংলাদেশের স্পিনাররা সেভাবে চাপ সৃষ্টি করতে পারেনি প্রতিপক্ষের উপর। প্রথম ইনিংসে শ্রীলঙ্কা ২২২ রান করেছে।
দ্বিতীয় ইনিসে এর চেয়ে কম রানে তাদের আটকানো সম্ভব বলে মনে করেন মিরাজ। অপরদিকে লঙ্কান স্পিনাররা নির্দিষ্ট একটা জায়গায় বল করে বাংলাদেশের রানের গতি থামিয়ে দিয়েছেন। ব্যাটিংয়ের সময় লঙ্কান ব্যাটসম্যানরাও বেশি সতর্ক ছিল, ফলে তারা খুব একটা সুযোগ দেয়নি বলেও মন্তব্য করেন তিনি।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :ফেব্রুয়ারি ৯, ২০১৮ ৭:৫৯ অপরাহ্ণ