নিজস্ব প্রতিবেদক:
অন্যদের জন্য সভা, সমাবেশ নিষিদ্ধ। অন্যদিকে যুবলীগ-ছাত্রলীগ পুলিশকে সহযোগিতার নামে মোটারসাইকেল শোভাযাত্রা করছে, দেশে বন্য আইন চলছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্চে নাগরিক ছাত্র ঐক্য আয়োজিত ‘প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা, শিক্ষাঙ্গন’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।
মান্না বলেন, প্রশ্নপত্র ফাঁস কারা করছে সেটা সেদিন যখন ভাইস চ্যান্সেলর আটকে গেলেন এবং উদ্ধারের জন্য পুলিশকে নয় ছাত্রলীগকে সাহায্যের ডাকেন তখনই বুঝতে পেরেছি। আজকে হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুটপাট হচ্ছে, কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে। কিন্তু এসব বিষয়ে কোনো মামলা নেই। বিচারও নেই। অন্যদিকে দুই কোটি টাকার দুর্নীতির জন্য খালেদাকে ৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
তিনি বলেন, বেগম জিয়ার প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা আছে কিন্তু ডাকসুর নির্বাচন তো তিনিও দেননি। তারপরও বলবো এটা নির্বাচনী বছর। আর যাইহোক সবার সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের পথ যেন বন্ধ না হয় সেটা সরকারকে নিশ্চিত করতে হবে। যদি এ রকম কিছু হয় তাহলে এ জন্য সরকারকে দায় নিতে হবে।
খাদেলা জিয়াকে গ্রেপ্তারের পরে রাজনৈতিক অবস্থা কোন দিকে যাচ্ছে সাংবাদিকদের এমন প্রশের জবাবে তিনি বলেন, গতকাল তো চকবাজারের দিকে ছিল এখন কোন জায়গায় সেটা বিএনিপি নেতারাই ভালো বলতে পারবেন। এই রায় নিয়ে আমি কিছু বলবো না। কিন্তু নিম্ন আদালতের বিচার ব্যবস্থা নিয়ে সাবেক প্রধান বিচারপতি সিনহাও প্রশ্ন তুলেছিলেন।
নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নাজমুল হাসানের সভাপতিত্বে গোলটেবিল আলোচনায় বক্তব্য রাখেন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, কেন্দ্রীয় সদস্যা ডা. জাহিদুর রহমান, নাগরিক ছাত্র ঐক্যের সদস্য সচিব রিয়াজুল ইসলাম রিহান, সদস্য মোস্তফা কামাল তোহা, ঢাবির ছাত্রনেতা রফিকুল ইসলাম প্রমুখ।
দৈনিক দেশজনতা /এন আর