আন্তর্জাতিক ডেস্ক:
সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকা ইস্টার্ন ঘৌতায় দেশটির সরকারি বাহিনীর ৪ দিনের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২২০ জনে দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার সিরিয়ার পূর্বাঞ্চলেও ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে। মার্কিন নেতৃত্বাধীন জোট জানায়, সেখানে সরকারপন্থী কমপক্ষে ১শ যোদ্ধা নিহত হয়েছে। জোটের কুর্দি মিত্রদের ওপর চালানো হামলা প্রতিহত করতে গেলে তারা প্রাণ হারায়।
ফলে দেখা যাচ্ছে, ওয়াশিংটন ও দামেস্কের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মার্কিন নেতৃত্বাধীন জোটের এ ধরনের হামলার কঠোর সমালোচনা করেছে মস্কো।
রাশিয়ার জাতিসংঘ দূত ভসিলি নেবানজিয়া বলেছেন, তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠক চলাকালে এ হামলার কঠোর প্রতিবাদ জানিয়েছেন।
পাল্টাপাল্টি হামলা চালানোর কারণে ইস্টার্ন ঘৌতার বাসিন্দারা আগের দিনের হামলায় নিহতদের প্রতি শোক জানিয়ে তাদের দাফন করার এবং হামলায় আহতদের চিকিৎসা করানোর কোন সময় পায়নি। ইস্টার্ন ঘৌতা রাজধানীর পূর্বে অবস্থিত। ২০১৩ সালে অঞ্চলটি বিদ্রোহীরা দখল করে নেয়।
দৈনিক দেশজনতা /এন আর