১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪৭

আপিলের নির্দেশ দিয়েছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক:
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার ঘোষিত রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিলের নির্দেশ দিয়েছেন বেগম খালেদা জিয়া। আজ বৃহস্পতিবার দুপুরে বেগম খালেদা জিয়ার আইনজীবী মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, রায় ঘোষণার পর বেগম খালেদা জিয়া তার আইনজীবীদের সঙ্গে দেখা করে এ নির্দেশ দিয়েছেন।
মাহবুব উদ্দিন খোকন বলেন, আমরা রায়ের সার্টিফায়েড কপি পেতে আবেদন করেছি। আগামী রবিবার আপিল করব বলে অাশা করছি।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :ফেব্রুয়ারি ৮, ২০১৮ ৪:৪৪ অপরাহ্ণ