২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:০২

প্রথম দুই ওভারে সাজঘরে তামিম-মুমিনুল

 স্পোর্টস ডেস্ক:

আব্দুর রাজ্জাক ও তাইজুল ইসলামের স্পিনে ঢাকা টেস্টে বোলিংয়ে দারুণ দিন কেটেছে বাংলাদেশের। কিন্তু ব্যাটিংয়ে হতাশ করলো তারা। প্রথম দুই ওভারে আউট হয়েছেন বাংলাদেশের দুই ব্যাটিং স্তম্ভ তামিম ইকবাল ও মুমিনুল হক। শ্রীলঙ্কার ২২২ রানের জবাবে প্রথম ইনিংসে ২ ওভারে ২ উইকেটে ১৪ রান করেছে স্বাগতিকরা।

প্রথম ওভারে সুরাঙ্গা লাকমলকে ফিরতি ক্যাচ তুলে দেন তামিম। ৩ রানে বিদায় নেন তিনি। মাত্র তৃতীয় বলে প্রথম উইকেট হারানোর ধাক্কা না সামলাতেই পরের ওভারে রানআউট হন মুমিনুল। ধনঞ্জয়া ডি সিলভার থ্রোতে ফিরতে হয় তাকে। চট্টগ্রামে দুই ইনিংসে সেঞ্চুরির রেকর্ড গড়া ব্যাটসম্যানের এমন বিদায় বাংলাদেশের জন্য বড় ধাক্কা। রানের খাতা খুলতে পারেননি এই বাঁহাতি ব্যাটসম্যান। মাত্র ৪ রানে ২ উইকেট হারানো বাংলাদেশকে টেনে তুলতে ক্রিজে আছেন মুশফিকুর রহিম ও ইমরুল কায়েস।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে রাজ্জাক ও তাইজুলের স্পিনে অসহায় হয়ে পড়ে শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা। দুজনে চারটি করে উইকেট নিয়ে ৬৫.৩ ওভারে তাদের গুটিয়ে দেন।

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :ফেব্রুয়ারি ৮, ২০১৮ ৩:৫৫ অপরাহ্ণ