২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৭:১১

মেয়েকে পরীক্ষা কেন্দ্রে নেওয়ার পথে দুর্ঘটনায় বাবার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

মেয়েকে এসএসসি পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাবা আব্দুর রহিম (৪৭) এর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় এ দুর্ঘটনা ঘটে। পরে বাবার লাশ ফেলে রেখে পরীক্ষা দিতে হলে ঢুকে পরীক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার রাতোর গ্রামের আব্দর রহিম তার মেয়ে সুমী আকতার(১৫)কে বৃহস্পতিবার সকালে কেন্দ্রে পৌঁছে দিতে বাড়ী থেকে মোটরসাইকেলে আসছিলেন।

পথিমধ্যে রাতোর সড়কের বর্গা মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে একটি পাওয়ার ট্রলির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে বাবা ও মেয়ে দুজনই আহত হন। তাদের নেকমরদ বাজারে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে ওই চিকিৎসক আব্দুর রহিম(৪৭)কে মৃত ঘোষণা করেন।  বাবার লাশ রেখে মেয়ে সুমী আকতার এসএসসি পরীক্ষা দেয়। এদিন এসএসসি নৈতিক শিক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সুমী রাতোর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। তিনি নেকমরদ আলিম উদ্দীন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেন। রানীশংকৈল থানার ওসি আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ৮, ২০১৮ ৩:৪৬ অপরাহ্ণ