১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২৮

সরকারি বাহিনীর উন্মত্ত আস্ফালনে বিপর্যস্ত জনজীবন

নিজস্ব প্রতিবেদক:

সরকারি (আইনশৃঙ্খল বাহিনী) বাহিনীগুলোর উন্মত্ত আস্ফালনে শুধু বিএনপি নেতা-কর্মীই নয়, জনজীবনই বিপর্যস্ত হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর নয়া পল্টনে বৃহস্পতিবার সকালে এক অনানুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একটি মামলার রায় আজকে দেওয়া হবে। যে মামলাটি একেবারেই ভুয়া ও জাল নথির উপর সাজানো। এই মামলায় রায় এবং প্রকৃতি কি ধরনের হবে সেটা আমরা এখনো জানি না, রায় ঘোষণার পর আমরা জানতে পারবো। কিন্তু মামলার চলমান ধারায় আমরা বুঝতে পেরেছি, এটা একেবারে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা। এ মামলায় যেন বিএনপির চেয়ারপারসনকে দুর্নীতিবাজ বানাতেই হবে। তাকে অভিযুক্ত করতেই হবে।

তিনি বলেন, এতে এই ভোটারবিহীন সরকারের মনের মধ্যে একটি ক্ষোভ এবং প্রতিশোধ পরায়নতার একটি বিষয় আছে। সেই বিষয়টিকে চরিতার্থ করার জন্যই এই (মামলার) প্রক্রিয়া। আমরা জানি না কি রায় হবে। তবে সরকারের বাহিনীগুলোর উন্মত্ত আস্ফালনে শুধু বিএনপির নেতা-কর্মীই নয়, জনজীবনই বিপর্যস্ত হয়ে পড়েছে। এগুলো কেন? কিসের জন্য, কার বিরুদ্ধে?

জনতার আওয়াজ শুনলেই সরকার আগে থেকেই মুচড়ে পড়েন দাবি করে বিএনপির এই মুখপাত্র বলেন, কারণ জনতা বিচ্ছিন্ন সরকার থাকলেই, তাদের এ ধরনের কাজ করা সম্ভব হয়। তাই আইনশৃঙ্খল বাহিনীর উপর নির্ভর করে দুঃশাসনের  দৌরাত্ম্য এক ভয়ঙ্কর রূপ নিয়ে আত্মপ্রকাশ করেছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) প্রজ্ঞাপন জারি করে বলেন, সভা সমাবেশ করা যাবে না। অত্যান্ত বেদনাদায়ক! এটা কিসের জন্য? একটা অজানা ভয়, কারণ তারা দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রীকে হয়রানি, নিপীড়ন, বিপর্যস্ত, নির্যাতন করছেন। জনতার উত্তাল ঢেউকে আগে থেকে প্রশমিত করার জন্য, দমন করার জন্য, ভয় দেখানোর জন্য এই প্রস্তুতি তারা নিয়েছেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, সহদপ্তর সম্পাদক বেলাল আহমেদ প্রমুখ।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ৮, ২০১৮ ১২:২৭ অপরাহ্ণ