১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৫৫

বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে ৪২০ যাত্রীর জরিমানা

সিরাজগঞ্জ প্রতিবেদক:

বিনা টিকিটে ও ছাদে রেলভ্রমণের দায়ে সিরাজগঞ্জে বিভিন্ন ট্রেনে অভিযান চালিয়ে ৪২০ জন যাত্রীর কাছ থেকে জরিমানা আদায় করেছেন বাংলাদেশ রেলওয়ের ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে এ অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন ট্রেনে অভিযান চালিয়ে বিনা টিকিটে ভ্রমণ করায় মোট ৪২০ যাত্রীর কাছ থেকে এক লাখ ৩৭ হাজার ৯০০ টাকা জরিমানাসহ ভাড়া আদায় করা হয়।

এর আগে মঙ্গলবার দিনব্যাপী অভিযান চালিয়ে বিনা টিকিটে ভ্রমণ করায় মোট ৪শ যাত্রীর কাছ থেকে এক লাখ ১৬ হাজার ২৮০ টাকা জরিমানাসহ ভাড়া আদায় করা হয়।

পশ্চিমাঞ্চল রেলওয়ে বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল মান্নান বলেন, বুধবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত বিনা টিকিটে ৪২০ যাত্রীর কাছ থেকে এক লাখ ৩৭ হাজার ৯০০ টাকা জরিমানাসহ ভাড়া আদায় করা হয়েছে। রেল বিভাগের সচিব এবং মহা-পরিচালকের নির্দেশে বিনা টিকিটে ও ছাদে রেলভ্রমণ প্রতিরোধে পশ্চিমাঞ্চল রেলের ৭টি স্থানে বিশেষ ভ্রাম্যমাণ আদালত বসানো হয়েছে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম স্টেশন ছাড়াও বাকী ৬টি স্থানগুলো হলো- খুলনা, ঈশ্বরদী, শান্তাহার, পার্বতীপুর, লালমণিরহাট ও বগুড়া। এছাড়াও বিনা টিকিটে রেলভ্রমণের বিরুদ্ধে পশ্চিমাঞ্চল রেলওয়ের এ অভিযান দীর্ঘ সময় ধরে চলবে।

এ সময় পশ্চিমাঞ্চল রেলওয়ে বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল মান্নান, ডেপুটি সিসি এম ফুয়াদ হোসেন, বিভাগীয় বানিজ্যিক কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, সহকারী বানিজ্যিক কর্মকর্তা মজিবর রহমান, ট্রফিক ইন্সপেকটর সাজেদুল ইসলাম ও স্টেশন মাস্টার মো. ইসমাইল হোসেনসহ জিআরপি পুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনী এবং স্থানীয় পুলিশ উপস্থিত ছিলেন।

এর আগে গতকাল মঙ্গলবার দিনব্যাপী পশ্চিমাঞ্চল রেলের জেনারেল ম্যানেজার (জিএম) মো. খায়রুল আলমের উপস্থিতিতে বঙ্গবন্ধু রেলওয়ে ষ্টেশনে বিনা টিকিটে ভ্রমণ করায় মোট ৪শ যাত্রীর কাছ থেকে এক লাখ ১৬ হাজার ২৮০ টাকা জরিমানাসহ ভাড়া আদায় করা হয়।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :ফেব্রুয়ারি ৭, ২০১৮ ৮:০০ অপরাহ্ণ