১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১৪

ভারতের উত্তরাখণ্ড রাজ্যে জীপ দুর্ঘটনা নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের উত্তরাঞ্চলীয় উত্তরাখণ্ড রাজ্যে বুধবার একটি জীপ গাড়ি খালে পড়ে যাওয়ায় কমপক্ষে নয়জন নিহত হয়েছে। পুলিশ একথা জানায়। উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনের প্রায় ৪১০ কিলোমিটার দক্ষিণপূর্বে চাম্পাওয়াত জেলার চালখি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। খবর সিনহুয়ার।
দেরাদুনের এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘বুধবার সকালে একটি জীপ রাস্তা থেকে ছিটকে খালে পড়ে গেলে এতে থাকা নয়জনের সকলেই প্রাণ হারায়। এ পর্যন্ত আটজনের লাশ উদ্ধার করা হয়েছে এবং বাকি একজনের লাশ উদ্ধারে অভিযান চলছে।’ পুলিশ জানায়, গাড়িটি পার্শ্ববর্তী পিথোরাগড় জেলা থেকে তানাকপুর যাচ্ছিল।
দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এদিকে এ দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক জানিয়েছেন মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত। তিনি দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দিয়েছেন। সিনহুয়া।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :ফেব্রুয়ারি ৭, ২০১৮ ৫:৫৯ অপরাহ্ণ