১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১২

টি-২০ সিরিজেও সাকিবের খেলা নিয়ে শঙ্কা

স্পোর্টস ডেস্ক:

ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচ চলাকালীন মাঠেই আঙুলে চোট পান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার অনুপস্থিতিতে ফাইনাল ম্যাচটি পরাজয়ের পর থেকেই সকিবের অনুপস্থিতি হাড়ে হাড়ে টের পেয়েছে বাংলাদেশ শিবির। তবে ইনজুরি থেকে এখন অনেকটাই মুক্ত সাকিব। ১০ ফেব্রুয়ারি তার আঙুলের ব্যান্ডেজ খোলা হবে।

নিজের ইনজুরির কথা জানতে চাইলে সাকিব বলেন, ‘এই মুহূর্তে আমি ঠিক আছি। আমাকে এখন আর ওষুধ খেতে হচ্ছে না। তবে ইনজুরিটা অনেক সিরিয়াস। স্বাভাবিক হতে বেশ সময় লাগবে। ১০ ফেব্রুয়ারি ব্যান্ডেজ খোলা হবে। এরপর জানতে পারব পরবর্তী করণীয়।’

আগামীকাল থেকে শুরু হচ্ছে লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচ। প্রথম টেস্টের মতো এ টেস্টেও মাঠে নামছেন না সাকিব। শঙ্কা রয়েছে টি-২০ সিরিজেও। তবে সাকিব নিজে মুখিয়ে আছেন ওই সিরিজে খেলার জন্য, ‘নিয়মিত ড্রেসিং করে যাচ্ছি। ১০ তারিখের পর ব্যান্ডেজ খুললে আঙুল নড়াচড়া শুরু হবে। তার দুই দিন পর আমি বুঝতে পারব আমি টি-২০ সিরিজে খেলতে পারব কি না। মনে হয় টি-২০ সিরিজটি খেলতে পারব। কারণ এটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ সিরিজ।’

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ৭, ২০১৮ ৪:৪৭ অপরাহ্ণ