১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২৫

উত্ত্যক্তের প্রতিবাদ করায় পরীক্ষার্থীসহ দুইজনকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক:

মাগুরায় সহপাঠীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় এক দাখিল পরীক্ষার্থীসহ দুইজনকে কুপিয়ে জখম করেছে বখাটেরা। বুধবার সকালে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে আটক করেছে। পুলিশ জানায়, সকাল ৯টার দিকে জগদল রুপাটি দাখিল মাদ্রাসার ৪ ছাত্রী এবং ৮ ছাত্র দাখিল পরীক্ষায় অংশ নিতে বাড়ি থেকে মাগুরা শহরের উদ্দেশ্যে রওনা দেন। তারা অটোরিকশায় করে শহরে প্রবেশের সময় অপর একটি অটোরিকশা আরোহী কয়েকজন বখাটে মেয়েদেরকে নানাভাবে উত্ত্যক্ত করছিলেন।

এ সময় সঙ্গে থাকা সহপাঠীরা প্রতিবাদ করলে বখাটেরা মাগুরা শহরের ভায়না এলাকায় শিক্ষার্থীদের বহনকারী অটোরিকশা থামিয়ে আশিকুল ইসলাম নামে এক দাখিল পরীক্ষার্থীকে কুপিয়ে জখম করে। বখাটেদের আক্রমণ থেকে শিক্ষার্থীদের বাঁচাতে এগিয়ে গেলে তারা অটোরিকশা চালক মিরাজকেও কুপিয়ে জখম করে। ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন জানান, এ ঘটনায় জড়িত থাকায় শহরের ভায়না টিবি ক্লিনিক এলাকার মোসলেম মোল্যার ছেলে সিন্দবাদকে আটক করা হয়েছে। এ ছাড়া তার সঙ্গী অন্যদেরও আটকের চেষ্টা চলছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ৭, ২০১৮ ৩:০১ অপরাহ্ণ