২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৭:৫৩

এলডিসি’র প্রবৃদ্ধি অর্জনে শীর্ষ পাঁচে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক:

ইউনাইটেড ন্যাশনস কনফান্সে অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট (আঙ্কটাড) -এর নতুন রিপোর্ট অনুযায়ী ২০১৭ সালে ৪৫টি স্বল্পোন্নত দেশের (এলডিসি) মধ্যে বাংলাদেশসহ ৫টি দেশ ৭ শতাংশ বা তারও বেশি প্রবৃদ্ধি অর্জন করেছে।

‘সিলেক্টেড সাসটেইনেবল ডেভেলপমেন্ট ট্রেন্ডস ইন দ্য লেটেস্ট ডেভেলপড কান্ট্রিস ২০১৮’ শিরোনামে সম্প্রতি প্রকাশিত ওই রিপোর্টে বলা হয়, এ ক্ষেত্রে বাংলাদেশ +৭.১ শতাংশ, জিবুতি +৭.৫ শতাংশ, ইথিওপিয়া +৮.৫ শতাংশ, মিয়ানমার +৭.২ শতাংশ ও নেপাল +৭.৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে।

অন্যান্য এলডিসি’র রেকর্ড অনুযায়ী তাদের চলতি হিসাবে ঘাটতির উঠানামা রয়েছে, যা জিডিপি’র এক শতাংশের নিচে সীমাবদ্ধ ছিল বাংলাদেশ ও নেপালে। ভুটান, ঘানা, লাইবেরিয়া, মোজাম্বিক ও টোভালো’র ক্ষেত্রে ২৫ শতাংশের বেশি ছিল।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ৭, ২০১৮ ১২:৪৫ অপরাহ্ণ