১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৫

টাঙ্গাইলে ট্রাকে ধাক্কা দিয়ে ট্রেন বিকল, মহাসড়কে যানজট

নিজস্ব প্রতিবেদক:

যমুনা সেতু পার হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ধেরুয়া নামক স্থানে একটি ট্রেন ট্রাককে ধাক্কা দিয়েছে। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে গিয়ে সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। বিকল হয়ে পড়ে ট্রেনটিও। পরে প্রায় তিন ঘণ্টা পর ব্যস্ত এই রেল ও সড়কপথে শুরু হয় যান ও রেল চলাচল। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।

রেলওয়ে সূত্র জানায়, রাজশাহী থেকে ছেড়ে আসা ধুমকেতু এক্সপ্রেস ট্রেনটি রাত তিনটা ৪০ মিনিটে ধেরুয়া নামক স্থানে মহাসড়কে রেললাইনে বিকল হয়ে পড়া একটি ট্রাকে ধাক্কা দেয়। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে গিয়ে পাশের আরেকটি ট্রাককে ধাক্কা দেয়। আহত হন ট্রাকের চালক। বিকল হয়ে পড়ে যাত্রীবাহী ট্রেনটিও। বন্ধ হয়ে যায় মহাসড়কে যানচলাচল।

মির্জাপুর রেল স্টেশনের মাস্টার নাজমুল হুদা জানান, উদ্ধারকারী দল এসে বুধবার সকাল সাতটার দিকে ট্রেনটি সচল করে মির্জাপুর স্টেশনে নিয়ে আসে। এতে স্বাভাবিক হয় রেল ও সড়কে যানবাহন চলাচল। সরেজমিনে দেখা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। তিন ঘণ্টার বেশি সময় পর যানচলাচল স্বাভাবিক হওয়ায় থেমে থেমে চলছে যানবাহন। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ৭, ২০১৮ ১১:৪১ পূর্বাহ্ণ