২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৮:৫৩

তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্প, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক:

তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে দু’জনের মৃত্যু ও ২ শতাধিক মানুষ আহত হয়েছেন। মঙ্গলবার স্থানীয় সময় রাত ১১টা ৫০ মিনিটে দ্বীপটির ২০ কিলোমিটার পূর্বে ৬ দশমিক ৪ মাত্রার এ ভূমিকম্প অনুভূত হয়। খবর: বিবিসি ও আলজাজিরা।

কর্মকর্তারা জানিয়েছেন, ভূমিকম্পের পরপরই জরুরি উদ্ধারকাজ শুরু হয়। হুয়ালিয়েন শহরে হোটেল ও আবাসিক এলাকা থেকে দেড় শতাধিক মানুষকে উদ্ধার করা হয়।

ভূমিকম্পে শহরটির বিভিন্ন কাঠামো ভেঙে গেছে এবং চারদিকে ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেছে। বিশেষ করে উপদ্রুত অঞ্চলের রাস্তাঘাট ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভুম্পিকম্পে প্রায় ৪০ হাজার আবাসিক বাড়িতে এখন পানির সংযোগ নেই। বন্ধ করে দেয়া হয়েছে বিভিন্ন মহাসড়ক ও সেতু।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত ভবনগুলোয় উল্লেখযোগ্যসংখ্যক মানুষ আটকা পড়ে আছে এবং কিছু সুউচ্চ ভবন হেলে পড়েছে।

শহরের স্কুল-কলেজ বুধবার বন্ধ করে দেয়া হয়েছে। ভূমিকম্পের পর জরুরি উদ্ধারকাজ চালানোর জন্য সেনাবাহিনীকে তলব করা হয়েছে।

হুয়ালিয়েন শহরে প্রায় ১ লাখ মানুষ বাস করে এবং এটি অত্যন্ত জনপ্রিয় পর্যটন স্থান।

দ্বীপ রাষ্ট্র তাইওয়ানের রাজধানী তাইপেতেও ভূকম্পন অনুভূত হয়েছে। এরআগে ২০১৬ সালে এক প্রলয়ংকরী ভূমিকম্পে তাইওয়ানে ১১৭ জনের প্রাণহানি হয়েছিল।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ৭, ২০১৮ ১১:৩৭ পূর্বাহ্ণ