১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:০৬

ফরিদপুরে বাসের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক:

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বাসের ধাক্কায় ইঞ্জিনচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২ জন নারীও রয়েছেন।
আজ বুধবার সকাল পৌনে ৭টার দিকে উপজেলার চৌরাস্তার তমিজউদ্দিন মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মিরাজ হসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

প্রকাশ :ফেব্রুয়ারি ৭, ২০১৮ ১০:২২ পূর্বাহ্ণ