নিজস্ব প্রতিবেদক:
সাভারের আশুলিয়ায় ১০৮ কেজি গাঁজাসহ একটি প্রাইভেট কার জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে আশুলিয়া ইউনিয়নের পশিচমপাড়া এলাকা থেকে গাঁজা গুলো উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, দুপুরে ওই এলাকায় ঢাকা মেট্রো গ (২০,০৪,৬৭) সাদা রঙের একটি প্রাইভেট দেখতে পায় স্থানীয়রা। পরে আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই প্রাইভেট কার থেকে এক’শ আট কেজির ১৬ টি প্যাকেট উদ্ধার করে। গাঁজা গুলোর মুল্য আনুমানিক পাঁচ লক্ষ টাকা।
খবর পেয়ে আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব-উদ্দিন মাদবর ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এবিষয়ে আশুলিয়া থানার এস আই শহিদুল ইসলাম বলেন প্রাইভেট কারটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে কে বা কারা গাঁজা গুলো রেখেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
দৈনিক দেশজনতা /এন আর
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

