১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৭

সাড়ে ৫ কোটি টাকা নিয়ে উধাও রূপালী ব্যাংক ম্যানেজার

নিজস্ব প্রতিবেদক:

বগুড়ায় রূপালী ব্যাংক লিমিটেড মহাস্থান শাখার গ্রাহকের করা বেশ কয়েকটি ফিক্সড ডিপোজিট রিসিপট এফডিআর) এর বিপরীতে ভুয়া ঋণ উত্তোলন করে প্রায় সাড়ে পাঁচ কোটি নিয়ে ‘উধাও’ হয়েছেন ব্যাংকটির ব্যবস্থাপক মো. বায়নুর রহমান। ঘটনাটি তদন্তের জন্য রাজশাহী বিভাগীয় একটি তদন্ত টিম বগুড়ায় পৌঁছেছেন। সোমবার সন্ধ্যায় তদন্ত টিম বগুড়ার মহাস্থান শাখায় কাজ করছিলেন। এসময় তারা এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি।

ওই টিমের প্রধান এমএমজি তোফায়েল, সুলতান মাহমুদ, সাহিন মাহমুদ, চিরঞ্জিৎ চক্রবর্তী। বিষয়টি জানতে মুঠোফোনে রূপালী ব্যাংকের বগুড়া জেলার ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) সরদার মো. হাবিবুর রহমানের সঙ্গে কথা বললে তিনি জানান, তদন্ত টিম কাজ করছেন, এ বিষয়ে এখন কথা বলা যাবে না।

এ ব্যাপারে বগুড়া-০২ (শিবগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শরিফুল ইসলাম জিন্নাহ বলেন, রোববার রূপালী ব্যাংক মহাস্থান শাখার ম্যানেজার জোবায়নুর রহমান ব্যাংকে এসেছিলেন। তিনি ব্যাংক চলাকালীন সময়ে চা খাওয়ার কথা বলে বের হয়ে যান। এরপর আর ফিরে আসেননি। ওইদিন তিনি ব্যাংকের যাবতীয় চাবি, নথিপত্র, ব্যক্তিগত ব্যাগ রেখে যান।

বিষয়টি জানাজানি হলে বেরিয়ে আসে অন্য তথ্য। ওই ম্যানেজার গ্রাহকদের এফডিআর’র বিপরীতে ভুয়া সই করে প্রায় সাড়ে পাঁচ কোটি টাকার ঋণ উত্তোলন করেছেন। ধারণা করা হচ্ছে ওই টাকা নিয়ে তিনি উধাও হয়েছেন। মহাস্থান মাজার কমিটির প্রশাসনিক কর্মকর্তা মো. জাহেদুর রহমান জানান, মহাস্থান কমিটির নামে ব্যাংকে রক্ষিত চলতি হিসাব থেকে প্রায় ৮৪ লাখ টাকা উত্তোলন করা হয়েছে।

এছাড়াও নাসির কটকটি ভাণ্ডারের নামে রক্ষিত এফডিআর’র বিপরীতে ভুয়া ঋণ বানিয়ে প্রায় ৬৫ লাখ টাকা, ঠিকাদার জাহিদুর রহমানের প্রায় এক কোটি টাকা, আলহাজ্ব আজমল হোসেনের প্রায় ৫০ লাখ টাকাসহ প্রায় ১৫ জনের নামে ভুয়া ঋণ সৃষ্টি করে প্রায় সাড়ে পাঁচ কোটি উত্তোলন করেছেন অভিযুক্ত ব্যাংক ম্যানেজার।

রূপালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) সরদার মো. হাবিবুর রহমান জানান, ম্যানেজার মো. জোবায়নুর রহমান নিখোঁজের বিষয়টি রোববার রাতেই বগুড়া সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। বগুড়া সদর সার্কেল এডিশনাল এসপি সনাতম চক্রবর্ত্তী জানান, সাধারণ ডায়েরির সূত্র ধরে তদন্ত চলছে। নিখোঁজ জোবায়নুর রহমান বগুড়ার সোনাতলা উপজেলার আগুনিয়া তাউড় গ্রামের মন্তেজার রহমানের ছেলে। তিনি সস্ত্রীক শহরের নামাজগড় এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ৬, ২০১৮ ৩:২১ অপরাহ্ণ