২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৪:০৪

ভোমরা স্থল বন্দরে আমদানি-রফতানি বন্ধ

নিজস্ব প্রতিবেদক:

ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট এমপ্লয়ি কার্গো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অনির্দিষ্টকালের কর্মবিরতির কারণে দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম। সে দেশের ঘোজাডাঙ্গা ল্যান্ড কাস্টমস স্টেশনের অশোভনীয় আচরণ ও অন্যায় দাবির প্রতিবাদে সিএন্ডএফ এজেন্ট এমপ্লয়ি কার্গো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এ কর্মবিরতির ডাক দিয়েছেন বলে জানা গেছে।
এর ফলে সহস্রাধিক আমদানিপন্যবাহী ট্রাক ভারত থেকে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে। এদিকে, কার্যক্রম বন্ধ থাকায় গত দুই দিনে সরকার প্রায় ৪ কোটি কোটি টাকার রাজস্ব হারিয়েছে এবং বেকার হয়ে পড়েছেন বন্দর সংশ্লিষ্ট শ্রমিকরা। ভোমরা স্থল বন্দর সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, গত দুই দিনে সরকার প্রায় ৪ কোটি রাজস্ব হারিয়েছে। ভোমরা শুল্ক স্টেশনের সহকারী কমিশনার রেজাউল হক জানান, ভারতের ব্যাবসায়ীদের সাথে সে দেশের কাস্টমসের অভ্যান্তরীণ দ্বন্দের কারণে গত দুই দিন যাবত দুই দেশের আমদানি রফতানি বন্ধ রয়েছে।
দৈনিকদেশজনতা/ আই সি
প্রকাশ :ফেব্রুয়ারি ৬, ২০১৮ ২:২৫ অপরাহ্ণ