২৬শে নভেম্বর, ২০২৪ ইং | ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:১৭

কক্সবাজারে সুইস প্রেসিডেন্ট

নিজস্ব প্রতিবেদক:

রোহিঙ্গা পরিস্থিতি দেখতে ও বাস্তবিক ধারণা নিতে কক্সবাজারে পৌঁছেছেন সুইস প্রেসিডেন্ট অ্যালেইন বেরসে। মঙ্গলবার সকালে বিশেষ বিমানে তিনি কক্সবাজার পৌঁছান। বিমানবন্দরে থেকে অ্যালেইন বেরসে কক্সবাজার সদর হাসপাতাল পরিদর্শনে যান। সেখানে তিনি সুইস সরকারের দেয়া বিভিন্ন চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করেন। অ্যালেইন বেরসে কিছুক্ষণ পরে উখিয়ার কুতুপালংয়ে রোহিঙ্গা শিবির পরির্দশন করবেন ও তিনি রোহিঙ্গাদের সঙ্গে কথা বলবেন।

সুইস রাষ্ট্রপ্রধান অ্যালেইন বেরসে কয়েকটি এনজিও সংস্থা কার্যক্রম পরিদর্শন করবেন। এছাড়া তিনি কুতুপালংয়ে ডি ব্লকে আইওএম পরিচালিত হাসপাতালের কার্যক্রম ও পরিদর্শন করবেন। এ সময় তিনি সাংবাদিকদের সঙ্গেও কথা বলবেন বলে সুইস দূতাবাস থেকে জানানো হয়। অ্যালেইন বেরসে বিকেলে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন।

চার দিনের রাষ্ট্রীয় সফরের দ্বিতীয় দিনে সোমবার অ্যালেইন বেরসে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন। জানা যায়, কক্সবাজার থেকে ঢাকায় ফিরে সন্ধ্যায় বারিধারায় সুইজারল্যান্ড দূতাবাস আয়োজিত সুইস কমিউনিটির সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন বেরসে।

বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালে হোটেল সোনারগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন সুইস প্রেসিডেন্ট। পরে ঢাকা আর্ট সামিট পরিদর্শনে যাবেন তিনি। সেদিন দুপুর ১টায় সুইস ফেডারেল কাউন্সিলের প্লেনে সুইজারল্যান্ডের উদ্দেশে তার ঢাকা ছাড়ার কথা তার। চারদিনের রাষ্ট্রীয় সফরে গত রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশে আসেন বেরসে। প্রথম কোনো সুইস প্রেসিডেন্ট তিনি বাংলাদেশ সফরে এলেন।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ৬, ২০১৮ ১২:২৬ অপরাহ্ণ