নিজস্ব প্রতিবেদক:
ফেনী-২ আসনে সরকারদলীয় সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর পদে থাকা নিয়ে রুল নিষ্পত্তির জন্য আবারো একক বেঞ্চে মামলাটি পাঠিয়েছেন প্রধান বিচারপতি। বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকীর একক বেঞ্চে মামলাটির শুনানি হবে। মঙ্গলবার মামলাটি এ বেঞ্চের কার্যতালিকায় এসেছে বলে জানিয়েছেন রিটকারীর আইনজীবী সত্য রঞ্জন মন্ডল।
গত ১৫ জানুয়ারি বিচারপতি ফরিদ আহাম্মদের একক হাইকোর্ট বেঞ্চ বিব্রত প্রকাশ করে মামলার নথি প্রধান বিচারপতির কাছে পাঠানোর আদেশ দেন। নিজাম হাজারীর কারাভোগ নিয়ে একটি জাতীয় দৈনিকে ‘সাজা কম খেটেই বেরিয়ে যান সাংসদ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এ প্রতিবেদন যুক্ত করে রিট আবেদন দাখিল করা হয়। অস্ত্র মামলায় সাজা কম খাটার অভিযোগ এনে নিজাম হাজারীর সংসদ সদস্য পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন স্থানীয় যুবলীগ নেতা শাখাওয়াত হোসেন ভূঁইয়া।
এ রিট আবেদনে ২০১৪ সালের ৮ জুন হাইকোর্ট এক আদেশে ফেনী-২ আসন কেন শূন্য ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করে। ২০১৬ সালের ৬ ডিসেম্বর নিজাম হাজারীর পদে থাকার বৈধতা নিয়ে জারি করা রুলের বিভক্ত রায় দেয় বিচারপতি মো. এমদাদুল হক ও বিচারপতি এফ আর এম নাজমুল আহসানের হাইকোর্ট বেঞ্চ।
জ্যেষ্ঠ বিচারপতি মো. এমদাদুল হক তার রায়ে রুল মঞ্জুর করে নিজাম হাজারীর পদে থাকাকে অবৈধ ঘোষণা করেন। আর কনিষ্ঠ বিচারপতি এফ আর এম নাজমুল আহসান এ বিষয়ে করা রিট ও রুল খারিজ করে দেন। পরে কয়েকটি একক বেঞ্চ ঘুরে মামলাটি বিচারপতি ফরিদ আহমেদের কাছে পাঠানো হয়।
দৈনিক দেশজনতা /এমএইচ