১৫ই ডিসেম্বর, ২০২৫ ইং | ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ১:০২

বিএনপি নেতা হাবিব উন-নবী আজ সকালে আটক

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির যুগ্ম সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেলকে আটক করেছে পুলিশ।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর মালিবাগ থেকে তাকে আটক করা হয়েছে। সকালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে আটকের কথা জানায়।

হাবিব-উন-নবী খান সোহেল এরইমধ্যে উচ্চ আদালত থেকে ১৪৩ টি মামলায় জামিন পেয়েছেন।

২০১৬ সালের ৯ অক্টোবর নাশকতার বিভিন্ন মামলায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন সোহেল। আদালত জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

প্রকাশ :ফেব্রুয়ারি ৬, ২০১৮ ৯:৩০ পূর্বাহ্ণ