২৬শে জানুয়ারি, ২০২৫ ইং | ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:০৮

ফের রাষ্ট্রপতি হচ্ছেন আবদুল হামিদ

নিজস্ব প্রতিবেদক:

দেশের ২১তম রাষ্ট্রপতি পদে আর কোনো প্রার্থী মনোনয়নপত্র দাখিল না করায় ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রাষ্ট্রপতি নির্বাচনের সহকারী নির্বাচনী কর্মকর্তা খন্দকার মিজানুর রহমান জানান, সোমবার বিকাল ৪টা পর্যন্ত রাষ্ট্রপতি পদে মনোনয়ন জমা দেয়ার শেষ সময় ছিল। কিন্তু আবদুল হামিদ ছাড়া আর কারো মনোনয়নপত্র জমা পড়েনি। ফলে সময় শেষ হয়েছে। আগামী ৭ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাই করা হবে। এতে তার মনোনয়নপত্র বৈধ হলে অর্থাৎ, কোনো ভুলত্রুটি না থাকলে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।

সোমবার বেলা ১২টার দিকে আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার কাছে আবদুল হামিদের মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

গত ২৬ জানুয়ারি রাষ্ট্রপতি পদে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সিইসি জানান, দেশের ২১তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ হবে আগামী ১৮ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র দাখিলের সময় ৫ ফেব্রুয়ারি ও প্রত্যাহারের শেষ তারিখ ১০ ফেব্রুয়ারি।

এর আগে ২০১৩ সালের ২৩ এপ্রিল আবদুল হামিদ রাষ্ট্রপতির দায়িত্ব নেন। সে সময়ও তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :ফেব্রুয়ারি ৫, ২০১৮ ৮:২২ অপরাহ্ণ