২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৮:৪৮

বইমেলায় সাকিবের বই ‘হালুম’

স্পোর্টস ডেস্ক: 

অলরাউন্ডার হিসেবে দুনিয়া সেরা সাকিব আল হাসান। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির অলরাউন্ডার র‍্যাংকিংয়ের শীর্ষস্থান এই বামহাতি ক্রিকেটারের। মাঠের বাইরেও কম যান না অলরাউন্ডার সাকিব। এবারের একুশে বই মেলায় আসছে সাকিবের লেখা বই। শিশুতোষ গল্প নিয়ে সাজানো বইটির নাম ‘হালুম’।

এর আগে বিভিন্ন পত্রিকায় কলাম লিখতে দেখা গেলেও এবারই প্রথমবারের মতো বই লিখলেন বাংলাদেশের এই ক্রিকেট সুপারস্টার। পার্ল পাবলিকেশনস প্রকাশিত এ বইটি পাওয়া যাবে বইমেলার ৬ নম্বর প্যাভিলিয়ানে। আজ সোমবার বই মেলায় নিজের লেখা বইয়ের মোড়ক উন্মোচন করেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।

বিকালে লেখক সাকিব আল হাসান একুশে বই মেলায় চোট নিয়ে হাজির হন। সাকিব বই মেলায় ভক্তদের সাথে ছিলেন প্রায় দুই ঘণ্টা। নিজের বই উন্মোচনের পাশাপাশি অটোগ্রাফ দেন ভক্তদের।

এদিকে বইয়ের প্রচ্ছদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাকিবের অফিশিয়াল পেজে আপলোড করা হয়েছে। পাশাপাশি সাকিব দিয়েছেন একটি ভিডিও বার্তা। এতে এই অলরাউন্ডার বলেন, প্রিয় ভক্ত ও বন্ধুরা আশা করি সবার সঙ্গে দেখা হচ্ছে অমর একুশে বইমেলায় ৬ নম্বর প্যাভিলিয়ান পার্লে। এখানেই হবে আমার প্রথম অফিশিয়াল বই শিশুদের জন্য লেখা হালুমের পাঠ উন্মোচন । আমি কিন্তু থাকছি। তোমাদের সাথে দেখা হবে এবং অটোগ্রাফ হবে। বই পড়ো আর বাঘের মত গর্জন করো।

দৈনিক দেশজনতা /এন আর

 

 

প্রকাশ :ফেব্রুয়ারি ৫, ২০১৮ ৭:২৬ অপরাহ্ণ