১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৫৫

ঢাকার সড়কে ভিআইপি লেনের প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীতে তীব্র যানজটের মধ্যে নগরবাসীর চলাচল যেখানে দুঃসহ হয়ে গেছে, সেথানে অতি গুরুত্বপূর্ণ বা ভিআইপিদের চলাচলের জন্য আলাদা লেন করতে চাইছে মন্ত্রিপরিষদ বিভাগ। অবশ্য এর আওতায় থাকবে অ্যাম্বুলেন্স, পুলিশ বা এ ধরনের জরুরি সেবাগুলোও।

সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম এক ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন। তার দাবি, বিশ্বের অন্যান্য দেশেও এই ধরনের ব্যবস্থা আছে। আর বাংলাদেশেও রাজধানীতে ভিআইপি ও জরুরি চলাচলের জন্য আলাদা লেন করতে সড়ক বিভাগকে চিঠি দেয়া হয়েছে।

সচিব জানান, তাদের প্রস্তাবে বিদেশি রাষ্ট্রীয় অতিথি, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস এবং পুলিশের গাড়ির অগ্রাধিকার থাকার কথা বলা হয়েছে।

সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক হয়। আর সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব বরাবরের মতো সচিবালয়ে সাংবাদিকদের বৈঠকের বিষয়বস্তু জানান। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সড়কে আলাদা লেন করার প্রস্তাবটির প্রসঙ্গ উঠে আসে।

এটি মন্ত্রিসভার প্রস্তাব কি না- জানতে চাইলে সচিব বলেন, ‘না মন্ত্রিসভা এটা বলেনি। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটা ‘নরমাল’ অনুরোধ করা হয়েছে এটা পরীক্ষা করে দেখার জন্য।’

‘পৃথিবীর বিভিন্ন দেশে ভিআইপিরা ডান দিক দিয়ে যায়, উল্টো দিক দিয়ে যায়। ভিআইপিদের অনেক সময় (উল্টো পথে) যাওয়া লাগে, প্রয়োজন হয়।’

জনাধিক্যের নগর ঢাকায় চলাচল এক বিড়ম্বনার নাম। সকাল থেকে গভীর রাত অবধি প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ সড়কেই লেগে থাকে যানজট। ছুটির দিনগুলোতে যানজট কিছুটা কম থাকলেও বিড়ম্বনা থেকে পুরোপুরি মুক্ত নয় নগরবাসী।

এই অবস্থায় ভিআইপিদের জন্য সড়কে আলাদা লেন চালুর যৌক্তিকতার বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘(আলাদা লেন) বিশেষ করে ইমার্জেন্সির জন্য, ভিআইপিরা অত বেশি ইম্পর্ট্যান্ট না। অ্যাম্বুলেন্সে যে লোকটা মারা যাচ্ছে, এছাড়া ফায়ার সার্ভিস, অ্যাক্সেস পায় না- এসব ইমার্জেন্সি সার্ভিস। পুলিশেরও (দ্রুত যাওয়ার) দরকার হয় অনেক সময়।’

সড়ক বিভাগ কী জানিয়েছে-এমন প্রশ্নে সচিব বলেন, ‘তারা এটা পরীক্ষা-নিরীক্ষা করে দেখবেন। তবে এখনও আমাদেকে কিছু জানায়নি। তাই এটা চালু হবে কি না, সেটা এখনই কিছু বলা যাচ্ছে না। সম্ভব হলে তারা এ ধরনের উদ্যোগ নিতে পারেন।’

তবে মন্ত্রিপরিষদ বিভাগের এই প্রস্তাবের সঙ্গে একমত নন নগর পরিবহন বিশেষজ্ঞ বুয়েটের অধ্যাপক শামসুল হক। তিনি বলেন, ‘আমাদের দেশে সাধারণ মানুষের চাহিদাই পূরণ হয় না। রাস্তায় কোনো বিকল্প নেই। সেখানে ভিআইপিদের আলাদা লেনের কোনো যৌক্তিকতা নেই।’

‘বিশ্বের অন্যান্য দেশে অনেক বিকল্প থাকে। তাদের হিসেব আলাদা। আমাদের দেশে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের জন্য আলাদা লেন দরকার। কিন্তু সেই রকম স্পেসও তো নেই আমাদের।’

মন্ত্রিপরিষদ বিভাগের এই প্রস্তাবের বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের পশ্চিম বিভাগের উপকমিশনার লিটন কুমার রায় বলেন, ভিআিইপিদের জন্য যে আলাদা লেন করবেন সে জায়গায়ই তো ঢাকায় নেই। তবে ভিআইপিদের জন্য যাতায়াতের জন্য আমরা নিয়মিত ব্যবস্থা নেই।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :ফেব্রুয়ারি ৫, ২০১৮ ৫:৪১ অপরাহ্ণ