২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩৯

সোহরাওয়ার্দীতে অনুমতি মেলেনি: সারা দেশে সমাবেশের ডাক বিএনপির

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঘোষিত সমাবেশের অনুমতি পায়নি বিএনপি। এর প্রতিবাদে বৃহস্পতিবার দেশজুড়ে সমাবেশের ডাক দিয়েছে বিএনপি। দেশের প্রতিটি জেলা, মহানগর এবং ঢাকায় থানায় থানায় এই সমাবেশ হবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন তিনি।
গত শনিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে পুলিশের তল্লাশির প্রতিবাদে বুধবার সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার ডাক দিয়েছিল বিএনপি। আর সমাবেশে অনুমতি চেয়ে ঢাকা মহানগর পুলিশের কাছে আবেদন করে দলটি। কিন্তু সে আবেদনে সাড়া মেলেনি।
এর আগেও একাধিকবার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ ডেকেও করতে পারেনি বিএনপি। তবে সরকারি দল আওয়ামী লীগ, সরকার সমর্থক বিভিন্ন সংগঠন এমনটি জাতীয় পার্টিও সমাবেশ করেছে সোহরাওয়ার্দী উদ্যানে।
জনসভা করার অনুমতি না দেয়ার প্রতিবাদে রিজভী বলেন, ‘সরকার গণতন্ত্রকে নিজস্ব গতিতে চলতে না দিয়ে সভা-সমাবেশ, সমালোচনা সম্পূর্ণভাবে নিজেদের কব্জায় নিয়েছে।’
তিনি বলেন, ‘সরকারের পতনের সাইরেন বেজে গেছে। এই ভয়ে বিএনপিকে সোহরাওয়ার্দীতে জনসভা করার অনুমতি দেয়নি। জনসভা করতে না দেয়াও সরকারের পক্ষ থেকে এক ধরনের পুলিশি আক্রমণের শামিল।’

দৈনিক দেশজনতা/এমএইচ

 

প্রকাশ :মে ২৪, ২০১৭ ১২:৪৫ অপরাহ্ণ