নিজস্ব প্রতিবেদক:
লালমনিরহাট থেকে ছেড়ে যাওয়া সান্তাহারগামী একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে পাথরবোঝাই ট্রাকের ধাক্কার ঘটনা ঘটে। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে লালমনিরহাট সদর উপজেলার মন্ডলেরহাট রেল ক্রসিং গেটে এ দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ট্রেনের ১৫জন যাত্রী আহত হয়েছেন। প্রতক্ষ্যদর্শীরা জানান, পাথরবোঝাই একটি ট্রাক মন্ডলেরহাট রেল ক্রসিং পার হওয়ার সময় পেছন থেকে যাত্রীবাহী ট্রেনটি ধাক্কা মারে। এতে ট্রাকটি বিকট শব্দে ডালা ভেঙে ছিটকে পড়ে যায়।
ট্রাকের মূল অংশ রেললাইনের উপর ইঞ্জিনের সাথে আটকে থাকে। তবে ট্রেনের চালক তাৎক্ষণিক ট্রেনের নিয়ন্ত্রণ নিয়ে ট্রেনটিকে থামিয়ে দেন। এতে নারী-পুরুষ ও শিশুসহ অন্তত ১৫জন ট্রেন যাত্রী তাড়াহুড়া করে নামতে গিয়ে আহত হয়েছেন।
এতে ট্রেনের ইঞ্জিনের সামনের অংশ সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে বলে রেল সূত্র জানিয়েছে। তবে, দুর্ঘটনার পরে ট্রাকের চালক পালিয়ে যায় বলে জানা গেছে। লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন, কি কারণে দুর্ঘটনাটি ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে।
দৈনিক দেশজনতা /এমএইচ