২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৮

খালেদা জিয়ার আগমনের আগে সিলেটে আটক ৩৭

নিজস্ব প্রতিবেদক:

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সিলেট আগমনের আগে পুলিশি অভিযানে বিএনপি ও ছাত্রদলের ৩৫ নেতাকর্মীকে আটক করা হয়েছে। রবিবার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত সিলেটের বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। জেলা পুলিশের অভিযানে পুলিশ ২৮ জন ও মহানগর পুলিশ নয়জনকে আটক করেছে।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার শামসুল ইসলাম সরদার জানান, আটকদের মধ্যে বিশ্বনাথে চারজন, কানাইঘাটে চারজন, গোলাপগঞ্জে পাঁচজন, ওসমানীনগর, জকিগঞ্জ, গোয়াইনঘাট, বালাগঞ্জে তিনজন করে ১২ জন, বিয়ানীবাজারে দুইজন ও ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ একজনকে আটক করে। আটকরা বিএনপি-ছাত্রদলের নেতাকর্মী বলে জানিয়েছেন শামসুল। এছাড়া মহানগরীর ৬ থানা এলাকায় অভিযান চালিয়ে বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীসহ নয়জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন মহানগর পুলিশের মুখপাত্র এডিসি মুহম্মদ আব্দুল ওয়াহাব।

আটকদের মধ্যে- বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, ওসমানীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইয়াহিয়া, গোলাপগঞ্জ পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক সুফিয়ান আহমদ খান, ফুলবাড়ি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ, পৌর ছাত্রদলকর্মী জাহাঙ্গীর হোসেন জাকির, সাজু আহমেদ ও রায়হান আহমেদ,বিশ্বনাথের অলঙ্কারি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলতাব হোসেন, ইউনিয়ন যুবলীগ নেতা আবু সুফিয়ান, খাজাঞ্জি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদ আহমদ রয়েছেন।

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ জানান, খালেদা জিয়ার সিলেট সফর মানুষকে জানাতে মাইকিং করার অনুমতি পর্যন্ত দেয়নি পুলিশ প্রশাসন। এখন নেতাকর্মীদের গ্রেপ্তার করে খালেদা জিয়ার আগমনকে বানচালে ব্যস্ত রয়েছে পুলিশ। তিনি অভিযোগ করেন,পুলিশ সরকারের কর্মী হিসেবে কাজ করছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ৫, ২০১৮ ২:৩৫ অপরাহ্ণ