২৫শে নভেম্বর, ২০২৪ ইং | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:১৭

তুষারঝড়ে মস্কো বিমানবন্দরে অচলাবস্থা

আন্তর্জাতিক ডেস্ক:

প্রচণ্ড তুষারঝড়ের কারণে মস্কোর তিনটি প্রধান বিমানবন্দর শেরেমেতিয়েভো, দোমোদেদোভো ও নুকোভোতে রবিবার রাতে ফ্লাইট চলাচল ব্যাহত হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এসব বিমানবন্দরে ২১৭টি ফ্লাইট বিলম্ব এবং ১৭টি ফ্লাইট বাতিল করা হয়। খবর বার্তা সংস্থা তাস এর। খবরে বলা হয়, শেরেমেতিয়েভো বিমানবন্দরে প্রায় ১৫০টি, দোমোদেদোভো বিমানবন্দরে ৪৭টি এবং নুকোভো বিমানবন্দরে ২০টি ফ্লাইট বিলম্ব হয়।

তুষারঝড়ের কারণে মস্কো নগরী একেবারে ঢেকে গেছে। শনিবার মস্কো ও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় প্রায় ৪৩ সেন্টিমিটার উচ্চতার তুষার জমতে দেখা যায়। তবে আবহাওয়ার পূর্বাভাসে আকাশ ক্রমেই পরিষ্কার হয়ে যাওয়ার কথা বলা হয়েছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ৫, ২০১৮ ১২:২৯ অপরাহ্ণ