১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১৪

বার্সেলোনার ড্রয়ের রাতে গোলশূন্য মেসি

স্পোর্টস ডেস্ক:

লা লিগার এ মৌসুমে চতুর্থবারের মতো জয় না নিয়ে মাঠ ছাড়তে হল স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনাকে। রোববার এস্পানিওলের বিপক্ষে জেরার্দ পিকের গোলে ১-১ তে ড্র করেছে আর্নেস্তো ভালভার্দের দল।

এদিন এস্পানিওলের মাঠে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিকে ছাড়াই মাঠে নামে কাতালিয়ানরা। কিন্তু প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনোদলই। বরং এদিন মাঠ শাসন করেছে বৃষ্টি। দ্বিতীয়ার্ধে বৃষ্টির তেজ আরো বেড়ে যায়। ম্যাচের ৫৯তম মিনিটে পাকো আলকাসেরকে বসিয়ে মেসিকে মাঠে নামান ভালভার্দে। তাতেও গোলের কোন সুযোগ তৈরি করতে পারেনি বার্সেলোনা। উল্টো ৬৬তম মিনিটে এস্পানিওলের স্প্যানিশ ফরোয়ার্ড জেরার্দ মোরেনোর গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।

তবে, ৮২তম মিনিটে অতিথিদের সমতায় ফেরান বার্সেলোনার স্প্যানিশ ডিফেন্ডার পিকে। এরপর ম্যাচের বাকি সময় আর গোলের দেখায় পায়নি কোন দলই। এ ড্রয়ের ফলে ২২ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই থাকছে বার্সেলোনা।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ৫, ২০১৮ ১০:০৬ পূর্বাহ্ণ