২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:৪৯

বাংলাদেশে বেশি চাকরি করছে ভারতীয়রা: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশে বিদেশিদের মধ্যে ভারতীয়রা সবচেয়ে বেশি চাকরি করছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। রোববার জাতীয় সংসদে এ কে এম মাইদুল ইসলামের (কুড়িগ্রাম-৩) তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য দেন। তিনি বলেন, স্পেশাল ব্রাঞ্চ, বাংলাদেশ পুলিশ হতে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশ মোট ৮৫ হাজার ৪৮৬ জন বিদেশি নাগরিক কাজ করেন। সবচেয়ে বশি ভারতের ৩৫ হাজার ৩৮৬ জন নাগরিক বাংলাদেশ কাজ করছেন। আর পাকিস্তানের ৭১৩ নাগরিক কাজ করছেন।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, এসব নাগরিক বিভিন্ন প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ, কান্ট্রি ম্যানেজার, কনসালট্যান্ট, কোয়ালিটি কন্ট্রোলার, মার্চেন্ডাইজার, টেকনেশিয়ান, সুপারভাইজার, চিকিৎসক, নার্স, ম্যানেজার, প্রকৌশলী, প্রডাকশন ম্যানেজার, ডাইরেক্টর, কুক, ফ্যাশন ডিজাইনার, শিক্ষক প্রভৃতি ক্যাটাগরিতে কাজ করেন।

তার দেয়া তথ্য অনুযায়ী, ভারতের পর বাংলাদেশে কাজ করা অন্যান্য দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে চীন। চীনের ১৩ হাজার ২৬৮ জন কাজ করছেন। তৃতীয় স্থানে থাকা জাপানের ৪ হাজার ৯২ জন, চতুর্থ স্থানে থাকা উত্তর কোরিয়ার ৩ হাজার ৩৯৫ জন, পঞ্চম স্থানে থাকা মালেয়েশিয়ার ৩ হাজার ৮০ জন কাজ করছেন। এছাড়া শ্রীলংকার  ৩ হাজার ৭৭ জন, থাইল্যান্ডের ২ হাজার ২৮৪ জন, যুক্তরাজ্যের ১ হাজার  ৮০৪ জন, যুক্তরাষ্ট্রের ১ হাজার ৪৪৮ জন, জার্মানির ১ হাজার ৪৪৭ জন, সিঙ্গপুরের ১ হাজার ৩২০ জন, তুরস্কের ১ হাজার ১৩৪ জন, ফ্রান্সের  ৯০৭ জন, ইন্দোনেশিয়ার  ৮৫৯ জন, ফিলিপাইনের ৮৫৯ জন, রাশিয়ার ৮৪৫ জন, নেদারল্যান্ডসের ৮১৮ জন এবং ইতালির ৭৯৫ জন কাজ করছেন।

এসময় মন্ত্রী বিদেশিদের কাজের শ্রেণি/ভিসার ধরন অনুযায়ী  কর্মরত ক্যাটাগরি ভিত্তিক তথ্য তুলে ধরেন। তার দেয়া তথ্য অনুযায়ী বিজনেস ওনার হিসেবে ৬৭ হাজার ৮৫৩ জন ভিসা নিয়েছেন, এক্সপার্ট হিসেবে ভিসা নিয়েছেন ৮ হাজার ৩০০ জন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ৫, ২০১৮ ৯:৪৫ পূর্বাহ্ণ