২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:১৭

দুই আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে ১৩ মার্চ

নিজস্ব প্রতিবেদক:

আগামী ১৩ মার্চ গাইবান্ধা-১ ও ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের যুগ্ম-সচিব (চলতি দায়িত্ব) এসএম আসাদুজ্জামান আজ রোববার সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ১৪ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র বাছাই ১৬ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৩ ফেব্রুয়ারি এবং ভোটগ্রহণ করা হবে ১৩ মার্চ। গত ১৬ ডিসেম্বর মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হকের মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া-১ এবং গোলাম মোস্তফা আহমেদের মৃত্যুতে ১৯ ডিসেম্বর গাইবান্ধা-১ আসন শূন্য হয় বলেও জানান তিনি।

উল্লেখ্য, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক মারা গত ১৬ ডিসেম্বর সকাল সাড়ে ৮টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর মারা যান। তার বয়স হয়েছিল ৭৫ বছর।

অপরদিকে এমপি গোলাম মোস্তফা আহমেদ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে এক মাস ঢাকায় চিকিৎসাধীন থাকার পর গত বছরের ১৯ ডিসেম্বর মারা যান।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ৪, ২০১৮ ৫:১৫ অপরাহ্ণ