১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫২

গান গাইতে রাজি না হওয়ায় শিল্পীকে গুলি করে হত্যা

বিনোদন ডেস্ক:

পাকিস্তানের খাইবারপাখতুন খোয়াপ্রদেশের মার্দান এলাকার প্রাইভেট পার্টিতে গান গাইতে রাজি না হওয়ায় সুম্বুল খান (২৫) নামে এক গায়িকাকে নিজ বাড়িতে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত ওই গায়িকা তিনি শেখ মারতুন শহরে বসবাস করেন।
শনিবার সুম্বুলের বাড়িতে জোর করে ঢুকে পড়ে তিনজন। তারা নিজেদের পার্টিতে গান গাওয়ার জন্য সুম্বুলকে প্রস্তাব দেন। কিন্তু সুম্বুল গান গাইতে রাজি না হওয়ায় তাকে উপর্যুপরি গুলি করা হয়। এতে ঘটনাস্থলেই মারা যান এ শিল্পী।
নিহত সুম্বুল পাকিস্তানে বেশ পরিচিত কণ্ঠশিল্পী। তিনি দেশটির বিভিন্ন টেলিভিশন শোয়ে গান করেন।
সুম্বুলকে হত্যার দায়ে নইম খাট্টাক নামে একজন সাবেক পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। তবে তার সঙ্গে থাকা আরও দুজনকে এখনও গ্রেফতার করা যায়নি।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ৪, ২০১৮ ৩:১৪ অপরাহ্ণ