১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২৬

রাষ্ট্রের মূল তিন অঙ্গের সমন্বয়ের চেষ্টা করব: প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক:

রাষ্ট্রের মূল তিন অঙ্গের মধ্যে সমন্বয়ের চেষ্টা করবেন বলে জানিয়েছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। আজ রোববার সকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেলের পক্ষ থেকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘আইন, নির্বাহী ও বিচার বিভাগ রাষ্ট্রের এই তিন অঙ্গের পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই কেবল একটি দেশ উন্নয়নের পথে অগ্রসর হতে পারে। যেখানে এই তিনটি অঙ্গের কাজের মধ্যে সমন্বয়ের অভাব থাকে, সেখানে উন্নয়ন ব্যাহত হয়। এই তিনটি অঙ্গের কাজের মধ্যে যেন সমন্বয় রক্ষা করা যায় সেজন্য আমি সব সময় চেষ্টা করব।’

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, ‘বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ লাভ করে আমি আজ ধন্য ও গর্বিত’। তিনি বলেন, আমার জীবনের স্মরণীয় এই মুহূর্তে আমি স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করছি ভাষা আন্দোলনের শহীদদের এবং আমি আমার পিতা-মাতার অমূল্য অবদানকে স্মরণ করছি।

তিনি আরো বলেন, ‘বিচার বিভাগের অগ্রসরতার জন্য যা কিছু করা প্রয়োজন আমি তার সব কিছু করার চেষ্টা করব। আমি আশা করব, আমার সহকর্মী সকল বিজ্ঞ বিচারক সব সময় তাদের শপথের মূল বাণী হৃদয়ে প্রোথিত করে জনগণ ও মানবতার কল্যাণে সংবিধানকে সামনে রেখে বিচার কাজ পরিচালনা করব।’

বক্তব্যে তিনি বলেন, ‘সুপ্রিম কোর্ট যেন সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকে তার নিজ দায়িত্ব পালন করে সেটি নিশ্চিত করতে আমি চেষ্টা করব।’ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে প্রধান বিচারপতির এজলাসে আয়োজিত জনাকীর্ণ এই সংবর্ধনায় আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ, আ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদকসহ আইনজীবী ও বিচার প্রার্থীরা উপস্থিত ছিলেন।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ৪, ২০১৮ ২:২৩ অপরাহ্ণ