আন্তর্জাতিক ডেস্ক:
সিরিয়ায় বিদ্রোহী অধ্যুষিত ইদলিব প্রদেশে রাশিয়ার একটি বিমান ভূপাতিত করা হয়েছে। এতে বিমানটির পাইলট নিহত হয়েছে। মস্কো বলছে, বিমান ভূপাতিত করার পরও পাইলট জীবিত ছিল এবং যুদ্ধ করতে গিয়ে গুলিতে নিহত হয়েছে। বিট্রিশ গণমাধ্যম বিবিসি বলেছে, সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের ইদলিব প্রদেশে সুখই-২৫ মডেলের ওই বিমানটি ভূপাতিত করা হয়।
খবরে বলা হয়েছে, হায়াত তাহরির আল-শাম নামের একটি বিদ্রোহী সংগঠন এ হামলার দায় স্বীকার করেছে। অনলাইন পোস্টে সংগঠনটি এ দাবি করেছে। আল-শামের সঙ্গে আগে আল কায়েদার সংশ্লিষ্টতা ছিল। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘটনার সত্যতা স্বীকার করে বলেছে, সম্ভবত আল-শাম জিহাদিরা ওই এলাকার নিয়ন্ত্রণ করে এবং তারাই বিমানটি ভূপাতিত করেছে। তবে বিমানটি ভূপাতিত করার পরও পাইলট জীবিত ছিল এবং পরে বন্দুকযুদ্ধে মারা গেছে। মরদেহ ফিরে পেতে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে বলেও উল্লেখ করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
উল্লেখ্য, রাশিয়ার বিমান হামলার সহায়তা নিয়ে সিরিয়া সরকার ওই অঞ্চলের বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। পর্যবেক্ষক গ্রুপগুলো বলছে, গত ২৪ ঘণ্টায় রাশিয়া ওই অঞ্চলে কয়েক দফা বিমান হামলা চালিয়েছে। হায়াত তাহরির আল-শাম বিগত কয়েক বছর ধরে বিভিন্ন নামে ওই অঞ্চল নিয়ন্ত্রণ করছে।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

