২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৩৮

লড়াইটা এখন ব্যাটসম্যানদের : তাইজুল ইসলাম

স্পোর্টস ডেস্ক:

টেস্ট শুরুর দিনটা যত মসৃণ ছিল, শেষ দিনের ঠিক আগে যেন হয়ে গেল তারচেয়ে বেশি বন্ধুর। পঞ্চম দিনের উইকেটে ব্যাট করা এমনিতেই বড্ড কঠিন। ম্যাচেই পিছিয়ে থাকা বাংলাদেশের জন্য যে আরো বেশি দুরূহ সেটা ভালোই বোঝেন তাইজুল ইসলাম। তারপরও বাঁহাতি স্পিনারের বিশ্বাস ব্যাটসম্যানরাই পারেন ম্যাচটা বাঁচাতে।

কাঁধে ২০০ রানের লিডের বোঝা, সঙ্গে দু’দিনের ক্লান্তি। তাই বোধহয় উইকেটে ঠিক থিতু হতে পারলেন না তিন টপ অর্ডার ব্যাটসম্যান। ইমরুল কায়েস, তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের ফিরে যাওয়ায় শেষদিনের আগে বাংলাদেশের স্কোরকার্ডে সংগ্রহ তিন উইকেট হারিয়ে রান ৮১ রান। চট্টগ্রাম টেস্টের এখনো বাকি পুরো একদিন, তিন সেশন। নব্বইটা ওভার পার করতে হবে বাংলাদেশকে, হাতে আছে সাত উইকেট। সাগরিকায় দিনশেষে সংবাদ সম্মেলনে এসে তাইজুল মেনে নিয়েছেন সে কাজটা কঠিন। তবে মাহমুদউল্লাহ, মোসাদ্দেক এবং উইকেটের একপাশে রয়ে যাওয়া মুমিনুল হকে তাঁর আস্থা প্রবল, ‘ম্যাচটা আমাদের বাঁচাতে হবে। শেষ দিনে অবশ্য সেটা কঠিন কাজ। ব্যাটসম্যানদের ভালো খেলতে হবে। ওরা ভাল খেললেই ম্যাচে আমাদের ভালো কিছু করা সম্ভব হবে।’

ম্যাচে সবই ছিল ঠিকঠাক। কিন্তু হঠাৎ তিন উইকেটের পতনই বাংলাদেশকে পিছিয়ে দিয়েছে ম্যাচ থেকে, এমনটাই মনে করছেন তাইজুল। বিশেষ করে শেষ বিকেলে ফিরে যাওয়া মুশফিকের উইকেটটা মূল্যবান বলেই মনে করছেন এই বাঁহাতি স্পিনার, ‘যদি একটা উইকেট থাকতো তবে ঠিক ছিল বলে আমি মনে করি। তিন উইকেট চলে যাওয়াটা একটু বেশিই হয়ে গেছে।মুশফিক ভাইয়ের উইকেটটা হাতে থাকলে আমাদের দলের জন্যই ভালো হতো।’

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ৪, ২০১৮ ৯:৫৬ পূর্বাহ্ণ