আন্তর্জাতিক ডেস্ক:
এবার পশ্চিমা দেশগুলোতে হামলার প্রস্তুতি নিচ্ছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট গত মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে, আইএস এ হামলার প্রস্তুতির অংশ হিসেবে রাসায়নিক অস্ত্রের পরীক্ষাও চালিয়েছে। বন্দীদের ওপর এসব পরীক্ষা চালানো হয়েছে।
বন্দীদের খাবার ও পানিতে রাসায়নিক পদার্থ মিশিয়ে দিয়ে ওই পরীক্ষা চালায় আইএস। নিরাপত্তা বিশ্লেষকদের আশঙ্কা, পশ্চিমা দেশগুলোতে সরবরাহকৃত খাবারে এসব রাসায়নিক বিষ মিশিয়ে দিতে পারে আইএস।
আইএস থেকে পুনরুদ্ধার করা মসুল বিশ্ববিদ্যালয় থেকে এ সম্পর্কিত তথ্যপ্রমাণ সংগ্রহ করেছে ইরাকি সৈন্যরা। পরে সেগুলো হাতে পায় ব্রিটিশ ও আমেরিকান প্রতিরক্ষা বাহিনী। তারাও ওইসব দলিল আইএসের বলেই ধারণা করছেন।
দীর্ঘ সময় ধরে আইএসের নিয়ন্ত্রণে ছিল ইরাকের মসুল শহর। ওই সময়ে বন্দীদের খাবারে বর্ণ-গন্ধহীন লবণের মতো ওই পদার্থ মিশিয়ে দিতো আইএস। থালিয়াম সালফেট নামক ওই পদার্থ অচেতনভাবে গ্রহণের পর আইএস বন্দীদের জ্বর আসতো, বমি ভাব হতো, পেট ফুলে যেতো। মাথায় যন্ত্রণা অনুভব করতেন তারা। এর ১০ দিনের মধ্যেই মৃত্যু হতো সেই ভাগ্যাহত বন্দীদের।
দৈনিক দেশজনতা/এন এইচ