২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৫:১৮

চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে

ঢাকা, ১৭ এপ্রিল, ২০১৭ (বাসস):চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আজ সোমবার সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর একথা জানিয়েছে।
তাপমাত্রার পূর্বাভাস সম্পর্কে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রী সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।
সিনপটিক অবস্থা সম্পর্কে আবহাওয়া অধিদপ্তর বলেছে, মায়ানমারের উপকূলের অদূরে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মারুথা’ সামান্য উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে আজ রাত ৩টায়(১৭এপ্রিল ২০১৭) স্যান্ডওয়ের নিকট দিয়ে মায়ানমার উপকূল অতিক্রম করেছে। এটি আরো উত্তর-পূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হয়ে স্থল গভীর নি¤œচাপে পরিণত হতে পারে।
আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬ টা ২১ মিনিটে এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৫ টা ৩৫ মিনিটে।

প্রকাশ :এপ্রিল ১৮, ২০১৭ ১২:৫১ পূর্বাহ্ণ