১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:১৪

জাতীয় বিশ্বদ্যালয়ের অধিভুক্ত কলেজের অধ্যক্ষদের শিক্ষা সমাবেশ কাল

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় বিশ্বদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহের অধ্যক্ষদের শিক্ষা সমাবেশ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগামীকাল রোববার সকালে অনুষ্ঠিত হবে।

বিশ্বদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুন-অর-রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। কলেজ অধ্যক্ষদের উদ্দেশে দেশের উচ্চশিক্ষা সংশ্লিষ্ট বিষয়ে দিকনির্দেশনাপূর্ণ ভাষণ দেয়ার কথা রয়েছে তার।

এছাড়া প্রধানমন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু ও বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউট, ‘স্বাধীনতা’ ম্যুরাল- ১৯৫২-১৯৭১, ডরমিটরি ভবন, আইসিটি ভবন, সিনেট ভবন, কর্মকর্তা ভবন, কর্মচারী ভবন, বরিশাল আঞ্চলিক কেন্দ্র, রংপুর আঞ্চলিক কেন্দ্র, চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্রসহ ১০টি স্থাপনা এবং কলেজ শিক্ষা উন্নয়ন প্রকল্প (CEDP)-এর ভিত্তি স্থাপন ও উদ্বোধন ঘোষণা করবেন।

সমাবেশে যোগদানের জন্য সারাদেশ থেকে দুই হাজার ৪৯ জন অধ্যক্ষ নাম নিবন্ধন করেছেন।

এছাড়া মন্ত্রিপরিষদের সদস্য, উপদেষ্টা, সংসদ সদস্য, বিশিষ্ট শিক্ষাবিদ ও নাগরিক সমাজের আমন্ত্রিত প্রতিনিধিবৃন্দ এ শিক্ষা সমাবেশে উপস্থিত থাকবেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ ফয়জুল করিম শনিবার এ তথ্য জানিয়েছেন।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :ফেব্রুয়ারি ৩, ২০১৮ ৭:৫৩ অপরাহ্ণ