২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১০:৩৪

শ্বশুর-শাশুড়িকে বাড়ি ছাড়া করলো পুত্রবধূ

আন্তর্জাতিক ডেস্ক:

শ্বশুর-শাশুড়িই যেন সংসারের বড় বোঝা। আর এ বোঝা থেকে রক্ষা পেতে তাদেরকে বাড়ি  ছাড়া করলেন পুত্রবধূ। এতে নেতৃত্ব দিয়েছে তার বাবা ও স্থানীয় লোকজন।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলো হয়েছে, বৃদ্ধ দম্পতিকে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে পুত্রবধূর বিরুদ্ধে। তবে তাদের সাহায্যে এগিয়ে আসেনি স্থানীয় লোকজনও। মঙ্গলবার রাতে বেলেঘাটার সিআইটি বিল্ডিংয়ে এই ঘটনা ঘটেছে৷ বৃদ্ধ দম্পতির নাম শঙ্কর কর্মকার এবং কমলা কর্মকার৷ বেলেঘাটা থানায় লিখিত অভিযোগ না জানালেও পুলিশকে বিষয়টি জানিয়েছেন বৃদ্ধ দম্পতি৷

কর্মকার দম্পতির অভিযোগ, সপ্তাহখানেক আগে থেকেই তাদের বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছিল৷ মঙ্গলবার রাত ৮টা নাগাদ ছেলের বউয়ের বাবা লোকজন নিয়ে এসে তাদের মারধর করে বের করে দেয়৷ পাড়ার লোকেরাও তাতে সঙ্গ দেয় বলে অভিযোগ করেছেন বৃদ্ধ দম্পতি। ছেলে বাধা দিতে গেলেও তাকেও মারধর করা হয়৷ বাড়ি থেকে বের করে দেওয়ার পরে বাসস্ট্যান্ডে চলে আসেন৷ পরে থানায় গিয়ে বিষয়টি জানান৷

যদিও দম্পতির পুত্রবধূর অভিযোগ, তাকে শ্বশুরবাড়ি ঢুকতে দেওয়া হত না৷ দীর্ঘদিন এভাবে চলার পরে পাড়ার লোকেদের জানান৷ এদিন তারাই বৃদ্ধ দম্পতিকে বাড়ি থেকে বের করে দেন৷ পাড়ার লোকেদের দাবি, এক্ষেত্রে বৃদ্ধ দম্পতির দোষ রয়েছে বলেই তারা পুত্রবধূকেই সমর্থন জানিয়েছেন৷

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মে ২৪, ২০১৭ ১১:৪১ পূর্বাহ্ণ