১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১৮

প্রেসক্লাব ছাড়বেন না শিক্ষকরা, অসুস্থ দুই শতাধিক

নিজস্ব প্রতিবেদক:

জাতীয়করণ না করা হলে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষকরা জাতীয় প্রেসক্লাবের সামনে আমরণ অনশন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ১৪ দিন প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট পালনের মধ্যদিয়ে ৮ দিন ধরে অনশন করছেন শিক্ষকরা। আমরণ অনশনে থাকা শিক্ষকদের দেখতে গত ৩০ জানুয়ারি গণশিক্ষা মন্ত্রণালয়ের ২জন অতিরিক্ত সচিব ও একজন একান্ত সচিব আসেন। তবে সচিবদের কথা স্পষ্ট না হওয়ায় তাদের প্রস্তাব মেনে নেননি শিক্ষকরা।

এই তিন সচিব শিক্ষকদের দাবি যৌক্তিক বলে সমর্থন দিয়ে তাদের অনশন ভাঙার কথা বলেন। কিন্তু শিক্ষকরা প্রধানমন্ত্রীর দেওয়া ঘোষণা বাস্তবায়ন ছাড়া ঘরে ফিরবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সহ-সভাপতি মো. মিজানুর রহমান জানান, ৯ জানুয়ারি ২০১৩ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা দেন। তখন শর্ত ছিল নিজস্ব জমি থাকতে হবে।

এরপর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা নিজেদের স্কুলের জমি সরকারের নামে লিখে দিয়েছেন। তবে মাত্র ৪ হাজার ১৫৯টি বিদ্যালয় জাতীয়করণ করা হয়। কিন্তু অধিক সংখ্যক স্কুল জাতীয়করণ না হওয়ায় রাস্তায় নামতে বাধ্য হয়েছেন শিক্ষকরা। অনশনে থাকা সকল শিক্ষকদের একটাই বক্তব্য, ‘মরতে হয় মরবো, তবুও জাতীয়করণের দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না।’

এদিকে আনশনে থাকা শিক্ষকদেদের অধিকাংশ শীত ও ধুলাবালির কারণে শ্বাসকষ্ট, জ্বর ও কাশিতে ভুগছেন। এখন পর্যন্ত ২০৫ জন শিক্ষক অসুস্থ হয়েছেন। মেডিকেলে ভর্তি রয়েছেন ৪০ জন। এদিকে চারদিন ধরে প্লেটের উপরে ‘মা আমাদেরকে খেতে দিন’ এমন প্রতিবাদের মধ্যদিয়ে অনশন করছেন শিক্ষকরা।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ৩, ২০১৮ ১:১১ অপরাহ্ণ