২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:২৭

কুড়িগ্রামে ভারতীয় ৬ গরু আটক

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের ফুলমতি সীমান্ত থেকে পাচার হওয়ার সময় ভারতীয় ৬টি গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। বিজিবি সূত্র জানায়, শনিবার সকালে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনস্থ শিমুলবাড়ী কোম্পানির গোড়কমন্ডল বিওপির হাবিলদার সোলায়মন গোপন সংবাদের ভিত্তিতে ফুলমতি সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ৯৩১ এর ৫০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে অবস্থান নেন।

এ সময় ভারত থেকে আনা ৬টি গরু চোরাকারবারীরা বাংলাদেশে প্রবেশ করালে টহলরত বিজিবি তাদের ধরার জন্য ধাওয়া করে। বিজিবির ধাওয়ায় চোরাকারবারীরা গরুগুলো ফেলে পালিয়ে যায়। পরে গরুগুলো আটক করে বিওপিতে নিয়ে আসে বিজিবি। এ ব্যাপারে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ শিমুলবাড়ী কোম্পানি কমান্ডার সুবেদার নুর ই আলম জানান, আটক ভারতীয় ৬টি গরুর সিজারমূল্য ৪ লাখ ২০ হাজার টাকা। এসব গরু কাস্টমস অফিসের মাধ্যমে নিলামে বিক্রি করা হবে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ৩, ২০১৮ ১২:৩৫ অপরাহ্ণ