১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩১

চাঁপাইনবাবগঞ্জে তিন বা‍ড়ি ঘিরে রেখেছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের চানপুর গ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে তিনটি বা‍ড়ি ঘিরে রেখেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন কামাল এ তথ্য নিশ্চিত করে জানান, বাড়ির ভেতরে জঙ্গিরা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার (২৩ মে) রাতে তিন জঙ্গিকে আটক করে র‌্যাব। তাদের মেয়া তথ্যের ভিত্তিতে বাড়ি তিনটি ঘিরে রেখেছে র‌্যাব। এদিকে র‌্যাবের দাবি, ঘিরে রাখা বাড়িগুলোতে জঙ্গি ও বিস্ফোরক আছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলেই পৌঁছালে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছে র‌্যাব। চাঁপাইনবাবগঞ্জ র‍্যাব-৫ এর অধিনায়ক এনামুল করিম জানান, মঙ্গলবার রাতে তিনজনকে গোমস্তাপুর উপজেলার বাজারপাড়া এলাকা থেকে আটক করা হয়। তাদের দেয়া তথ্যে তিনটি বাড়ি ঘিরে রাখা হয়েছে। এরই মধ্যে একটি বাড়িতে তল্লাশি শুরু করা হয়েছে। এনামুল করিম আরও জানান, আটক হওয়া তিন ব্যক্তির কাছ থেকে তিন কেজি গান পাউডার, একটি পিস্তলসহ চারটি গুলি উদ্ধার করা হয়েছে।

দৈনিক দেশজনতা/এমএইচ
প্রকাশ :মে ২৪, ২০১৭ ১১:৩০ পূর্বাহ্ণ