২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:২১
Sri Lanka's Roshen Silva acknowledges the crowd after scoring fifty runs during the third day of their first test cricket match against Bangladesh in Chittagong, Bangladesh, Friday, Feb. 2, 2018. (AP Photo/A.M. Ahad)

লিড নিয়েছে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক:

চতু্র্থ দিনেও সাদামাটা বোলিং চলছে। চলেছে শ্রীলঙ্কার রান উৎসব। কুশল মেন্ডিস ও ডি সিলভার বড় সেঞ্চুরি পর সেঞ্চুরি হাঁকালেন আরও একজন। তিনি রোনেশ সিলভা। গত নভেম্বরের ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচে করেন অপরাজিত ৭৪। অভিষেকের পরের ম্যাচেই সেঞ্চুরি তুলে নিলেন সিলভা। গতকাল তিনি ছিলেন ৮৭ রানে অপরাজিত। আজ সকালে আস্থার সঙ্গে বাকি ১৩ রান নিয়ে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরির স্বাদ নিয়ে নেন রোশেন। তিনি সেঞ্চুরি করেন ১৯৭ বলে।

শুক্রবার চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ছিল তিন উইকেটে ৫০৪ রান। বাংলাদেশ থেকে তখনও তারা ৯ রান পিছিয়ে ছিল। প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ৫১৩ রান। এ প্রতিবেদক লেখার সময় প্রথম ইনিংসে শ্রীলঙ্কার রান ১৪৯ ওভারে ৩ উইকেটে ৫৩৫। তখন বাংলাদেশ পিছয়ে ছিল ২৩ রানে। মানে আস্তে আস্তে চাপে পড়ে যাচ্ছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ৩, ২০১৮ ১০:১৮ পূর্বাহ্ণ